হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত রেওয়ায়েতটি "খেসাল" গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম জয়নুল আবিদীন (আ.) বলেছেন:
اَلْقَوْلُ الْحَسَنُ يُثْرِى الْمالَ وَ يُنْمِى الرِّزْقَ وَ يُنْسِئُ فِى الاَْجَلِ وَ يُحَبِّبُ اِلَى الاَْهْلِ وَ يُدْخِلُ الْجَنَّةَ؛
উত্তম ও আনন্দদায়ক কথা ধন সম্পদের প্রাচুর্য ও প্রাচুর্যের দিকে নিয়ে যায়, মৃত্যুকে এড়ায়।এটি একজন ব্যক্তিকে তার পরিবারের প্রিয় ব্যক্তি করে তোলে এবং ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায়।
(খেসাল: পৃ. ৩১৭, হা. ১০০)